জয়গুরু-শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্র

শ্রীশ্রীঠাকুর

শ্রীশ্রীঠাকুর.com ওয়েবসাইটে সকলকে স্বাগতম। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বিখ্যাত একটি বাণী দিয়ে শুরু করছি।

srisrithakur-bani01

শ্রীশ্রীঠাকুরের বাণীগুলোই আমাদের চলার পথের পাথেয়। এগুলোকে সহজে বিষয় অনুযায়ী বা যেকোনো শব্দ বা বাক্য লিখে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে এই ওয়েবসাইট তৈরী।

বিভিন্ন পেজে বা পোষ্টে বাণীগুলি রয়েছে। যা প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে।

বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম।

পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জয় হোক।
পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জয় হোক।
পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জয় হোক।

পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রী বড়মার জয় হোক।
পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রী বড়মার জয় হোক।
পরমারাধ্যা জগজ্জননী শ্রীশ্রী বড়মার জয় হোক।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দার জয় হোক।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দার জয় হোক।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দার জয় হোক।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদার জয় হোক।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদার জয় হোক।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদার জয় হোক।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেবের জয় হোক।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেবের জয় হোক।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেবের জয় হোক।


একটি চেতন আপনধাঁজে
নানান রূপে চলেছে ব'য়ে,
নিরন্তর সে অথাম চলা
রকমে রকম যাচ্ছে হ'য়ে,
নিজেরই নানান হওয়ার তালে
একে অন্যের সংমিশ্রণে,
চলছে হ'য়ে যাচ্ছে ব'য়ে
সুধী আত্মা তা'রেই গণে।
--- অনুশ্রুতি ১ম খন্ড
[পৃষ্ঠা ২১৫, সংজ্ঞা শিরোনামের ৮৬ নং বাণী]

ভগবানকে দেখতে চেলেই
ভজনদীপ্ত সেবা-রাগে,
তাঁ'র মহিমায় অন্তর সিক্ত
করতে হবে বোধ-বিবেকে
দেখ্‌-না ক'রে এমনতর
দেখ্‌-না চ'লে এই চলায়,
কোথায় তিনি ওঠেন জেগে'
কেমনতর স্ব-মহিমায় !
---অনুশ্রুতি ৩য় খন্ড
[পৃষ্ঠা ৮০, সাধনা শিরোনামের ৬৮ নং বাণী]

সাধারণ জিজ্ঞাসা সমূহ :

১. বাণী সমূহ কোথায় খুঁজব?

উপরে এই বক্সে লিখে খুঁজতে পারেন অথবা

সাইডবারে এখানে লিখে। মোবাইলের ক্ষেত্রে এই বক্সটি নিচে দেখুন।

২. কোন কী-বোর্ড দিয়ে লিখব?

বিজয় (ইউনিকোড), অভ্র ইত্যাদি দিয়ে লেখা যাবে। এককথায় যেকোন ইউনিকোডে লেখা যাবে।

৩. ইংরেজী লিখে সার্চ করা যাবে কী?

সত্যানুসরণের ইংরেজী ভার্সন দেয়ার কাজ চলছে। সেগুলো পাওয়া যাবে। তবে বহু ইংরেজি বাণী ওয়েবসাইটে দেয়া হয়নি তাই বেশিরভাগ ক্ষেত্রে ফল হবে না। তবে অনেক বাংলা বাণীর ভেতর শ্রীশ্রীঠাকুর ইংরেজি কথা বলেছেন। সেগুলো সার্চ করলে পাওয়া যাবে।

৪. “আমি কোন শব্দ লিখে সার্চ করলাম কিন্তু কতকগুলি পোস্ট দেখাচ্ছে কিন্তু আমার শব্দ বা বাক্যটি দেখাচ্ছে না” কেন?

আপনার শব্দ বা বাক্যটি ঐ পোস্ট বা পোস্টগুলোর ভেতরে আছে। পোস্টগুলিতে ক্লিক করুন আপনার কাঙ্খিত শব্দ বা বাক্যটিকে ভিন্নরঙ্গে চিহ্ণিত করা আছে।

৫. বিষয় এর মধ্যে আমার কাঙ্ক্ষিত বাণীর বিষয় টি নেই।

শ্রীশ্রীঠাকুরের একটি বাণীতে দুই তিন টি বিষয় থাকা স্বাভাবিক। আমি হয়তো তার মধ্যে একটি বিষয়কে Tag করেছি। তাই আপনার কাঙ্ক্ষিত বিষয় টি নেই তবে সবচেয়ে ভালো হয়, আপনি সার্চ করুন। হয়তো বাণীটি পেয়ে যাবেন।

৬. আমি অনেক বাণী খুঁজে পাচ্ছি না?

  • এপ্রিল 2023 থেকে ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে মাত্র। হয়ত আপনার বাণী বা বিষয়ের উপর কোন পোস্ট দেয়া হয়নি। তবে প্রতিনিয়ত কাজ চলছে। আশাকরি শীঘ্রই পাবেন।
  • আরেকটি বিষয় খেয়াল রাখা জরুরী। শ্রীশ্রীঠাকুরের বাণীর শব্দগুলোর বানানের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে, দুর্ব্বলতা, ধর্ম্ম, কর্ম্ম, ক’রে, তা’রে, যা’, ক’রবে, হ’তে, ব’লে, এ ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে। তাই আপনার কাঙ্ক্ষিত বাণীটির মধ্যে এধরনের শব্দ থাকলে তা সেভাবে লিখুন অথবা বাণীর অন্য অংশ লিখুন।

৭. আপনাকে কী কোনো ধরনের সাহায্য করতে পারি?

কোন ধরণের সাহায্য করতে চাচ্ছেন তা আমাকে info@srisrithakur.com এ ইমেইল করুন। যেমন, আপনি হয়তো আমাকে শ্রীশ্রীঠাকুর সম্বন্ধে কোন বিষয় বা তাঁর কোন বাণীর ব্যাখ্যা লিখে দিতে পারেন, বা কোন ঘটনা লিখে জানালেন যা এই ওয়েবসাইটে প্রকাশ করলে ভাল হয়। অথবা আপনি যদি আর্থিকভাবে সাহায্য করতে চান তাও জানাতে পারেন।

৮. কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে কী করব?

যেকোনো পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে info@srisrithakur.com এ ইমেইল করুন।

৯. সত্যানুসরণের বাণীগুলো সম্বন্ধে কীভাবে ভালো করে বোঝা যায়?

সত্যানুসরণের বাণীগুলোর অর্থ সঠিকভাবে জানতে হলে পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দার সান্নিধ্যে এই বাণী নিয়ে যে আলোচনা হয়েছে তা পড়তে হবে। এই আলোচনাগুলো ইষ্টপ্রসঙ্গে, পিতৃদেবের চরণপ্রান্তে, যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি প্রভৃতিতে আছে। আর এগুলোর সংকলন হচ্ছে প্রসঙ্গঃ সত্যানুসরণ। তবে আনন্দের বিষয় হচ্ছে এই ওয়েবসাইটে প্রসঙ্গ সত্যানুসরণ অনুযায়ী সত্যানুসরণের বাণীর ব্যাখ্যার লিংক দেয়া হয়েছে। এক্ষেত্রে আমার একটি পরামর্শ এই যে, কোন একটি বাণী সম্বন্ধে এখানে দেয়া ব্যাখ্যাটুকু পড়ার পরে যদি আপনার মনে হয় ঐ বিষয় সম্বন্ধে আরো একটু জানার প্রয়োজন তাহলে ঐ বিষয় সংশ্লিষ্ট অন্যান্য বাণীর ব্যাখ্যা পড়ুন। সত্যানুসরণ-এর ব্যাখ্যা সমূহ ধারাবাহিকভাবে পড়লে সম্যক ধারণা লাভ করা যায় বলে আমার ধারণা।

Loading