ইষ্টভৃতি নিয়ে অনুশ্রুতি ১ম খন্ড(৫১-৬০)

অনুশ্রুতির ১ম খন্ডে “ইষ্টভৃতি স্বস্ত্যয়নী” শিরোনামে পৃষ্ঠা ৩১৭ – ৩৩৪ পর্যন্ত মোট ৭৪টি বাণী রয়েছে।
এর মধ্যে ৫১ – ৬০ নং বাণী নিচে দেয়া হলো।

স্বস্ত্যয়নী ইষ্টভৃতি 
         বিপাকতারণ বজ্রনীতি । ৫১।
আহার্য্য আর উপভোগের 
         আহরণ হ'তে ইষ্টভৃতি, 
পারিবারিক সংস্থান থেকে
         স্বস্ত্যয়নী করাই রীতি । ৫২।
দৈন্যঘাতী জীবনপ্রভা 
         চকমকিয়ে দুলিয়ে তোল্, 
অটুট রাখি' অবাধে চল্ 
         স্বস্ত্যয়নীর পাঁচটি বোল । ৫৩।
ঋদ্ধ অমর বীর্য্যতপায় 
         স্বস্ত্যয়নীর পাঁচটি তাল, 
ধর্ রে রুখে ঝঞ্ঝাবেগে 
         দৈন্যঘ্নী ঐ স্বস্তিঢাল । ৫৪।
অপটু-উপায়ী অক্ষম যা’রা 
         ইষ্টভৃতি স্বস্ত্যয়নী,
তৃপ্তিদীপী যাজন-ভিক্ষায় 
         করলেও তা' উন্নয়নী । ৫৫।
ইষ্টভৃতি স্বস্ত্যয়নীর 
         ভিক্ষা করতে হ'লেই বুঝিস্‌, 
যাজনসেবায় ভিক্ষাটিকে
         পূরণ করতে হবেই জানিস্ । ৫৬।
আহার-উপভোগে আহরণ করে 
         ইষ্টের বেলায় ভিক্ষা,
সেবাবিমুখ ভিক্ষা জীবী
         এমনি যাদের শিক্ষা
সামর্থ্যে করি' অপলাপ
         অলস-কর্ম্মী পরভূক, 
ঠকিয়ে পাবার ফন্দিবাজী
         তা'তেই পটু মারতে তুক, 
ইষ্টভৃতি-স্বস্ত্যয়নী
         ভিক্ষা ক'রেই সারতে চায়,
হামেসা ভিক্ষা এমন জনায় 
         দিলে কিন্তু পাপেই ধায় । ৫৭।
পারগতায় ফাঁকি দিয়ে 
         ইষ্টভৃতি-স্বস্ত্যয়নীর 
পন্থা থাকতেও ভিক্ষা করা—
         ঘোরাক ওটা দৈন্যব্যাধির । ৫৮।
পাঞ্চজন্যে স্বস্ত্যয়নী
         উঠল বেজে অমর বুকে,
জৃম্ভি' জীবন বৃদ্ধিতপায়
         তৎসৎ ওঁ উঠছে ফুঁকে। ৫৯।
কেশরফোলা সিংহগ্রীবা
         আর্য্যদ্বিজ দীপ্ত প্রাণ
স্বস্ত্যয়নী শস্ত্র নিয়ে
         দৈন্যে বিদ্ধ কর্ রে বাণ । ৬০।