ইষ্টভৃতি নিয়ে অনুশ্রুতি ১ম খন্ড(৬১-৭৪)

অনুশ্রুতির ১ম খন্ডে “ইষ্টভৃতি স্বস্ত্যয়নী” শিরোনামে পৃষ্ঠা ৩১৭ – ৩৩৪ পর্যন্ত মোট ৭৪টি বাণী রয়েছে।
এর মধ্যে ৬১ – ৭৪ নং বাণী নিচে দেয়া হলো।

শ্রেষ্ঠোপচারে ভোজ্য কিংবা
         অনুকল্পে অর্থ তা'র, 
নিবেদনই স্বস্ত্যয়নীর
         অনুষ্ঠানটি জানিস্ সার;
যেমন জনের যে-ক্ষমতা
         তা'রই শ্রেষ্ঠ আহরণ,
করাই হ'চ্ছে স্বস্ত্যয়নীর
         আসল অটুট উৎসর্জ্জন ;
এর বিকল্পে যখন যেমন 
         হবে জানিস্ সংস্থিতি, 
তা'তেই পালিস্ স্বস্ত্যয়নীর
         অনুষ্ঠানী ভিতনীতি । ৬১।
ঝমঝমিয়ে দক্ষ তালে
         স্বস্ত্যয়নীর পাঁচ বিধি,
রিমি-রিমি থাকবি চলায়
         নিত্য পালি' ঐ নীতি,
ধর্ম্ম পাবি অর্থ পাবি
         কাম-মোক্ষ হবে দাস
বাঁচবি রে তুই, বাড়বে জাতি 
         দুর্ব্বিপাকের কাটবি ফাঁস । ৬২।
স্বস্ত্যয়নী পালে না
         উন্নতিতে চলে না । ৬৩।
যেমন গ্রহই থাক্ না রে তোর 
         গ্রহের ফেরে পড়বি কম,
থাকতে আয়ু ঘা'ল হ'বি না 
         থাকিস স্বস্ত্যয়নীক্ষম । ৬৪।
দারিদ্র্যব্যাধি করতে রে দূর 
         স্বস্ত্যয়নীই অস্ত্র,
জাতির আঘাত-অপনোদনে
         ঐটিই মহাশস্ত্র । ৬৫।
জীবন-বীমা স্বস্ত্যয়নী
         জাতের বীমাও ওই,
স্বস্ত্যয়নী-অবজ্ঞাতে
         কিসে পাবি তুই থই?
লেন-দেন হ'তে উপচে রাখার 
         সঙ্গতি যা'তে হয়,
অর্থনীতি চুমকী তুকটি 
         ওর সমাধানে রয়;
তাইতো বলি বাতুল পাণ্ডা
         স্বস্ত্যয়নীই ধর্,
নিজে বাঁচ্‌ আর দেশটা বাঁচা
         ধরিস নে আর পর । ৬৬।
যজন-যাজন-ইষ্টভৃতি
         ধ'রেই ধৰ্ম্মপথে চল্,
স্বস্ত্যয়নী জীবন-যুদ্ধে
         অস্ত্র কর্—বাড়বে বল । ৬৭।
আর কিছু যদি নাও করিস্ 
         স্বস্ত্যয়নী রাখ্ অচল,
সৰ্ব্ব নীতি পূজবে তোরে 
         পাবিই বুকে অযুত বল । ৬৮।
যা' করেই বেড়াস্ না তুই 
         ভাবনা কি রে তোর? 
স্বস্ত্যয়নীর পাঁচটি নীতি 
         পালিস্ জীবনভোর । ৬৯।
শোন্ রে আর্য্য ছেলেমেয়ে 
         শক্তি যদি চাহিস, 
যেমন পারিস্ সারাজীবন 
         স্বস্ত্যয়নী পালিস । ৭০।
স্বস্ত্যয়নীর পাঁচটি নীতির 
যেটি পালন করছ না,
সেইটি জেনো বিপাক পথে
আনতে পারে লাঞ্ছনা । ৭১।
যত ব্রতই করিস্ না তুই 
         সেরা স্বস্ত্যয়নী, 
করতে-করতেই দেখতে পাবি 
         উন্নয়নের খনি । ৭২।
অনটনে যদিও থাকিস্, 
ভিক্ষাতেও স্বস্ত্যয়নী রাখিস, 
         এরই ফলে দেখতে পাবে 
         ক্রমেই সম্পদ ফেঁপে যাবে; 
প্রশ্নশূন্য অটুট ঝোঁকে 
         আমার কথা পেলেই দেখিস্ । ৭৩
সমাজ-রাষ্ট্রে স্বস্ত্যয়নী 
         যতই বেশি পালবে, 
স্বাবলম্বে আসবে স্বরাজ 
         স্বাধীনতা মিলবে । ৭৪।

Loading