অনুভূতির … জ্ঞান।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

অনুভূতির দ্বারা যা’ জানা যায় তাই জ্ঞান।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

নিত্যগোপালদা—যা শোনা, ভাবা, দেখা, করা হয়—তাই জ্ঞান।

শ্রীশ্রীবড়দা—আমি শুনলাম—পাখিটা ঠিক সাদা রং নয়, ছাই ছাই রং-এর দেখলাম। দক্ষিণ আমেরিকা দেখলাম না, শুনলাম। এতে কি অনুভূতি হ’ল?

ননীদা—রসগোল্লার কথা শুনলে, দেখলে—রসগোল্লার বর্ণনা দিতে যেয়ে বললে গুড়ের থেকেও মিষ্টি।

শ্রীশ্রীবড়দা—যতটুকু করলে ততটুকু জ্ঞান হলো।

পবিত্র মাইতিদা—ইন্দ্রিয়ের দ্বারা অনুভব না করলে জ্ঞান হয় না।

শ্রীশ্রীবড়দা—শুনলাম, পরে যখন দেখলাম—তখন হ’ল প্রত্যক্ষ । আফ্রিকার কথা শুনলাম। যেয়ে যখন দেখলাম, তখন হ’ল প্রত্যক্ষ জ্ঞান; বাণীর সঙ্গে যখন অনুভূতি হবে—সেটাই প্রত্যক্ষ।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২১/৪/৭২ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৩০]