অসৎ আদর্শে … হবে। – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

অসৎ আদর্শে তোমার অহঙ্কার ন্যস্ত ক’রো না ; তা’ হ’লে তোমার অহঙ্কার আরও কঠিন হবে।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

কানন সরকার—অসৎ মানে যা’ জীবনবৃদ্ধির অন্তরায়। অহংকার মানে আমি কর্ত্তা ভাব।

শ্রীশ্রীবড়দা—আদর্শ মানে?

—যা’কে সম্যক ভাবে সামনে রেখে চলতে হবে।

শ্রীশ্রীবড়দা—ন্যস্ত করা মানে কি?

—যুক্ত করা।

শ্রীশ্রীবড়দা—হ্যাঁ, স্থাপন করা। তোমার আদর্শ যদি জীবনবৃদ্ধির অন্তরায় হয়, তাহলে তা’ অসৎ আদর্শ। সেই আদর্শ নিয়ে তোমার অহংকার থাকলে তোমার চলনা জীবনবৃদ্ধির পরিপন্থী হবে। জীবন তখন আরও দুঃখময় হবে।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১৪/১/৭৮ ইং ]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৬৯]