অসৎ-এ আসক্তি ….. আসে।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

“অসৎ-এ আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে।”

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

গীতা মণ্ডল—জীবনবৃদ্ধির অন্তরায়কে অসৎ বলে। আমি চুরি করে ধরা পড়লাম। তখন জীবনবৃদ্ধির অন্তরায় হল।

শ্রীশ্রীবড়দা—তার থেকে ভয়, শোক, দুঃখ আসল কেমন করে?

গীতা—আমি যদি রোজ রোজ চুরি করি . . .

শ্রীশ্রীবড়দা—তা নাই করলি, সপ্তাহে একদিন করলিই বা অসুবিধা কি? তাতে আবার ভয় কি করে আসে?

গীতা—চুরি করলে লোকে দেখে নিল। ধরা পড়লাম, জেল খাটলাম।

শ্রীশ্রীবড়দা—সেই ভেবে ভয় এল। শোক হবে কেন?

উত্তর—আমি ধরা পড়ে জেলে গেলাম।

শ্রীশ্রীবড়দা—শোক হবে কেন? জেলে যাওয়ার আগে মারধর খেলাম।

জনৈকা মা—শোক মানে কষ্ট।

শ্রীশ্রীবড়দা—যখন একটা ভাল জিনিস হারিয়ে যায়, সম্মানটা হারিয়ে যায়, ভালোভাবটা হারিয়ে যায়, তখন কাঁদে। দুঃখ মানে—তার জন্য যে ব্যথা অনুভব করে, মারধর খেলে তার জন্য দুঃখ আসে। আমি যদি চুরি করি—মানে অসৎ-এর দিকে ঝোঁক এলে ধরা পড়তে পারি, জেল খাটতে পারি, তার থেকে শোক। শোক হয় কোন পবিত্র বা পছন্দ মত জিনিস হারালে বা আত্মীয় বিয়োগ হলে। এখানে চুরি করলাম বলে আমার সৎচেষ্টা হারালাম যেটা আমার কাছে পবিত্র; যেটা থাকলে মানবজনম সফল হয়।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৯/৯/৭৮ইং ]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৮৮]

Loading