সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
আগে নিরহঙ্কার হ’তে চেষ্টা কর, পরে সোহহং বল, নচেৎ সোহহং তোমাকে আরও অধঃপাতে নিয়ে যেতে পারে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
সতীশদা—নিরহঙ্কার মানে?
শ্রীশ্রীবড়দা—আমি কর্ত্তা না, তুমি কর্ত্তা।
গুরুকিংকরদা—আগে তিনি হতে হবে তাহলে।
সতীশদা—সোহহং মানে তো—’আমি’। ‘তিনি’ এলো কি করে?
শ্রীশ্রীবড়দা—তিনিই আমি। সোহহং ভাবলে—ভেতরে যে অহঙ্কার ভাব থাকে সেইটাই বাড়তে থাকে; সেইজন্য তাঁকেই সামনে রেখে এগোতে হয়। নিরহঙ্কার মানে—নিজে কর্ত্তা না সাজা। ‘সকল গর্ব্ব দূর করি দিব; তোমার গর্ব্ব ছাড়িব না।’ অহং যদি থাকে তবে তাঁকে নিয়েই। তিনিই আমার গর্ব্বের কেন্দ্র। এই ভেবে চলব। তাতে সোহহংই বল বা ব্রহ্মাম্মিই বল।
[যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৮/১২/৭২ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২১৮]