সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভাল, কারণ, যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে, তুমিও তত উচ্চ ও উদার হবে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শিখা মা—যাঁকে সামনে রেখে চলা যায় তিনি আদর্শ, উদার মানে ব্যাপক।
শ্রীশ্রীবড়দা—তাঁর অনুশাসনবাদ মেনে চলবার চেষ্টা করলে, তাঁকে ধরে আমি চলতে চলতে তাঁর মত হয়ে উঠব। উদার মানে— যার হৃদয়ে সকলেরই স্থান হয়। তার মানে সকলকেই যিনি ভালবাসেন। তাই তাঁর ভেতর কপটতা বা সঙ্কীর্ণতা থাকতে পারে না।
পাঠশালার মাষ্টারকে প্রণাম করলাম, তিনি যাই হোন, তাঁর পাঠ নিয়ে চল্ তে-চল্তে আমার স্থান উচ্চতর ক্লাসে উঠে গেল। তাই তাঁকে মন-প্রাণ দিয়ে ভালোবাসলে আমার পথ হ’য়ে যায়। তিনি যত বড় হোন্-না, আমার চলা ঠিক হ’লে পথ পেয়ে যাব।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১৫/১/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৬৯ -২৭০]