আমার বিশ্বাস নেই…ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

আমার বিশ্বাস নেই—এই ভাবের অনুসরণে মানুষ হীনবিশ্বাস হ’য়ে পড়ে।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

নিত্যানন্দদা—হীন বিশ্বাস কেমন করে হয়ে পড়ে?

জুড়ানদা—হীন মানে নিকৃষ্ট, খারাপ (সকলের হাস্য)। আমার বিশ্বাস নেই এমন ভাবের অনুসরণ করলে খারাপ বিশ্বাস আসে।

শ্ৰীশ্ৰীবড়দা—আমার ‘ঘড়িটা’ এখানে যদি না থাকে তবে কি ঘড়িটা নিকৃষ্ট হয়ে যায়?

জুড়ানদা—হীন হয়।

পরমেশ্বরদা— হীন বুদ্ধি ও বুদ্ধিহীন দুটো কি একই কথা?

জুড়ানদা—হীন মানে আমি খারাপ বুঝি।

শ্রীশ্রীবড়দা—ভাল বিশ্বাস ব’ললে তুমি কি বুঝবে? হীন বিশ্বাস যদি খারাপই মনে কর—তবে ভাল বলে আর একরকমের বিশ্বাস আছে। বিশ্বাসের একটা চরিত্র আছে তো! ঠাকুর তো অনেক বাণী আমাদের দিয়েছেন। বিশ্বাস ভাল বলতে হ’লে বলতে হবে পাকা বিশ্বাস। হীন বিশ্বাস মানে কাঁচা বিশ্বাস। এই বললেই তো এতক্ষণ হয়ে যেত। তা না করে খটাখটী করা। অধৈর্য হলে পরমত অসহিষ্ণু হলে পাঠই হয় না। আমার বিশ্বাস নেই—এই কথা ভাবতে ভাবতে অনুভব, দর্শন কিছুই হবে না—তাই বিশ্বাস কাঁচা হয়ে যাবে।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৯/৮/৭১ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২০৬]