সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
করার আগে দুঃখ করা না-পাওয়াকেই ডেকে আনে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
বাণীটি আলোচনা করার নির্দেশ পেল স্বপ্না চৌধুরী।
স্বপ্না বলল—এখানে ঠাকুর বলেছেন—আমি কোন একটা কাজ করার আগে যদি পারব কি পারব না, হবে কি হবে না—এরকম ভাবতে থাকি তাতে কাজটা না-করতে ইচ্ছা করবে। ফলে আমার
পাওয়াও ঘটবে না। ঠাকুর তা নিষেধ করছেন।
শ্রীশ্রীবড়দা—আনন্দবাজারে খেতে গেলে। দেখলে, সব জায়গা ভর্তি। অপেক্ষা করতে হবে। মনটা খারাপ হলো। ভাবলে, খাওয়াতেই বাধা পড়লো। এইসব ভাবতে ভাবতে ঘরে গেলে, শেষপর্যন্ত ঘুমিয়ে পড়লে। খাওয়া হলো না। খেতে হলে দেরী হচ্ছে বলে মন খারাপ করে চলে না এসে ওখানে অপেক্ষা করলে একটু পরেই খেতে পারতে। ঘুমিয়ে অনাহারকে ডেকে আনতে হতো না।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৩/১০/৭১ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৩০২]