সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“কামে গোপন আছে, কিন্তু ভালবাসায় তো উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
বাণীটি তপোবিভূতি চৌধুরী আলোচনা করার নির্দেশ পেয়ে যা বলল—তারপর শ্রীশ্রীপিতৃদেব বললেন—কামে গোপন থাকে কেন? নিজের স্বার্থ দেখে, ভাবে আমি ভোগ করব, আর যেন কেউ না পায়। তাই গোপন করে। এটাই কামনা। যাতে কেউ না জানতে পারে তাই গোপন করে, গোপন থাকে। আর, ভালবাসা যদি হয়, তাহলে? তখন আমার যদি তোর কাছে কিছু চাহিদা থাকে, আর নিঃস্বার্থ ভালবাসা থাকে, তাতে সকলে জানলেও দোষ হবে না। উভয়ের মধ্যে নিঃস্বার্থ ভালবাসা থাকে মানে তোমার ভালতে আমি বাস করি, আমার ভালতে তুমি বাস কর, আমার মঙ্গল তুমি চাও, তোমার মঙ্গল আমি চাই, এ-ক্ষেত্রে কোনকিছুই গোপন থাকে না।
[পিতৃদেবের চরণপ্রান্তে। তাং-১৬/৯/৭১ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৫০]