সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“কাৰ্য্য সাধনের সময় তা’ হ’তে যে বিপদ আসবে, তার জন্য রাজি থাকো; বিরক্ত বা অধীর হ’য়ো না, সফলতা তোমার দাসী হবে।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীবড়দা—কার্য্য সাধন মানে কি?
প্রীতম—আমি যে কাজ করতে চাই, তা’ সম্পূর্ণ করা।
শ্রীশ্রীবড়দা—ধর, মাস্টার মশাই পড়া দিয়েছেন। পড়ছি, এমন সময় কোন বন্ধু এসে ডাকল, অথবা পড়ার সময় আলো নিভে গেল, হয়ত মশা কামড়াচ্ছে; এই সব বিপদ আসতে পারে। তখন উঠে পড়লে কি পড়া মুখস্থ হবে? কার্য্য সাধন যাতে হয়, পড়া যা’তে সম্পূর্ণ হয় তা দেখতে হবে। আর, তা’ করতে ঐ রকম বিপদ আসতে পারে—তা’তে অবিচল থাকতে হবে। স্কুলে গিয়ে পড়া ঠিকমত দিলে, মাস্টার মশাই খুশী হলেন, তবেই সফলতা তোমার দাসী হল।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৪/৫/৭৬ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৭৭]