সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
কোন-কিছুর দ্বারা প্রতিহত হ’লে যা’ নিজেকে প্রতিষ্ঠিত ক’রতে চায়—তাই অহং (self)।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
প্রশ্ন উঠল—প্রতিহত হওয়া কেমন। আর নিজেকে প্রতিষ্ঠিত করাই বা কেমন, এর বাস্তব উদাহরণ কী হবে?
হরিপদদা—আমি বসে আছি, কেউ বসতে চাইল, আমি বসতে দিচ্ছি না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করছি, তাকে বসতে না দিয়ে।
ননীদা—যেখানে দেশ-কাল-পাত্র কোন-কিছুই নেই, সেখানে ‘আমি’-বোধও নেই।
শ্রীশ্রীপিতৃদেব—আমি ছাড়া তুমি থাকলে self বোঝা যাবে। আমি কথাটার উৎপত্তি হ’ল কি ক’রে—কেন এল?—তুমি আছ ব’লে। প্রতিহত হচ্ছিই সবসময়, আমিত্ব থাকার ফলে সেটা (আমি) অনুভব করছি।
ননীদা—আমি ছাড়া সবকিছু আমায় প্রতিহত করছে।
শ্রীশ্রীপিতৃদেব—আমার অস্তিত্ব বজায় রাখার প্রচেষ্টা অনবরতই চলছে। এমনকি ঘুমন্ত অবস্থাতেও তা’ চলে থাকে। ‘আমি’- বোধ প্রতিষ্ঠিত করতে যা’ সাহায্য ক’রে চলেছে তাই অহং।
শ্রীশ্রীপিতৃদেব পুনরায় বললেন—কেউ রোজ বসে, আজও বসতে চাচ্ছে, তাকে বসতে দিচ্ছি না কিংবা ঠাকুর-ঘরে যেতে চায়, কোন কারণ না দেখিয়ে যেতে দিচ্ছি না—এগুলো হ’ল স্থূল বুঝ।
[ ইষ্ট-প্রসঙ্গে/তাং-২৫/১০/৭৫ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৩১৯-৩২০]