সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
কোন বস্তুকে লক্ষ্য ক’রে তার স্বরূপ-নির্দ্দেশক বিশ্লেষণই—যুক্তি।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
ননীদা—সকালে উঠে ঘাসের উপর জল দেখলাম। শেষে বিচার করলাম জল কেন? এমন ধরে বিচার ক’রে স্বরূপ বিশ্লেষণ করলাম।
শঙ্কর রায়দা—আরো জানলাম যে hydrogen ও oxygen এর মিশ্রণে জল হয়।
শ্রীশ্রীবড়দা—তা’তে কি বোঝা গেল। সবাই বুঝতে পারে সেভাবে বল্। হরিপদ বল্।
হরিপদদা—জল তরল, স্বচ্ছ। যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করে। সব কিছু ভিজিয়ে দেয়।
শ্রীশ্রীবড়দা—ভিজিয়ে দেয় তা’তো কেউ বলে না (সবার হাস্য)। আরো বলা যায় জল আর্দ্র, জীবন ধারণ করে, তৃষ্ণা নিবারণ করে। যা’ বললে চেনা যায় তেমন ভাবে বলতে হয়।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৫/১/৭৪ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৩২৩]