ক্লীবত্ব, দুৰ্ব্বলতা অনেক ….. হও।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

ক্লীবত্ব, দুৰ্ব্বলতা অনেক সময় ভক্তির খোলস প’রে দাঁড়ায়, তা’ হ’তে সাবধান হও।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্রীশ্রীবড়দা—আমাদের দেশে ওই জাতীয় ভক্তির প্রকাশ দেখা যায়। ঠাকুরকে একজন ভক্ত শিখিয়েছিলেন—আমি দীন, আমি হীন, আমি অধম, এমনতর প্রার্থনা করতে হয়। ঠাকুর ঐ রকম ভাবে প্রার্থনা করতে-করতে অসম্ভব মানসিক যন্ত্রণার সৃষ্টি হ’তে শেষে নদীর ধার দিয়ে হাঁটতে-হাঁটতে উচ্চৈস্বরে বলতে থাকেন—না-না, আমি তোমারই সন্তান, আমি সাহসী, আমি তোমার বীর পুত্র, আমার দুর্ব্বলতা নেই—এভাবে বলতে-বলতে তাঁর মানসিক কষ্ট লাঘব হয়। বাচক বিনয় করা আর নির্ভর করা এক জিনিস নয়। সহ্য করা, দীনভাব আর নিজেকে হীন ভাবাও এক জিনিস নয়। ওসব দুর্ব্বলতার অভিব্যক্তি।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১১/১২/৭২ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২২৩]