ক্ষমা কর, কিন্তু …. না।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

ক্ষমা কর, কিন্তু অন্তরের সহিত ; ভিতর গরম রেখে অপারগতাবশতঃ ক্ষমাশীল হ’তে যেও না।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

জুড়ানদা—যার ক্ষমতা আছে সে ভেতর গরম না রেখে ক্ষমা ক’রতে পারে।

শ্রীশ্রীবড়দা—যার ক্ষমতা নেই, তার কি হবে?

জুড়ানদা—জমিদার অত্যাচার করছে, প্রজার ক্ষমতা নেই যে, জমিদারের বিরুদ্ধে কিছু করবে।

শ্রীশ্রীবড়দা—অপারগতা থাকলে, ক্ষমা করতে পারে না। কেউ যদি কোনো দোষ করে আর তাকে যদি ক্ষমা করতে হয়, তবে ভেতরে রাগ রেখে ক্ষমা করলে, এ ক্ষমা করার কোন action হবে না।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৯/৬/৭৬ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা১৫৯]