যে-কৰ্ম্ম মানুষের … পাপ! – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যে-কৰ্ম্ম মানুষের কাছে ব’লতে মুখে কালিমা পড়ে, তা’ ক’রতে যেও না। গোপন যেখানে ঘৃণা-লজ্জা-ভয়ে সেইখানেই দুর্ব্বলতা, সেইখানেই পাপ!

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

দাদাদের আলোচনায় শ্যামাপদ সৎপতি বাণীটি পুনরায় পড়ে বলল—দু’টো কর্ম্ম—একটা সৎ কর্ম্ম— আর একটা অসৎ কর্ম্ম। আমি যদি চুরি ডাকাতি করি তা মানুষের কাছে বললে মুখে কালিমা পড়বে। যেখানে গোপন সেখানেই পাপ। গোপন করলেই পাপ বৃদ্ধি পায়। ঘৃণা, লজ্জা, ভয় পেয়ে বসে। জীবনবৃদ্ধির যা অন্তরায় তাই অসৎ, জীবনবৃদ্ধির যেটা সহায়ক সেটাই সৎ, অতএব—

শ্রীশ্রীপিতৃদেব—অতএব কি? হয়েছে নাকি? (অন্যদের)

(সকলে)—আজ্ঞে।

[পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-২/৮/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১১১]