সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
কৰ্ম্ম বিশ্বাসের অনুসরণ করে ; যেমনতর বিশ্বাস, কৰ্ম্মও তেমনতর হয়।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
রাণী মুখার্জী—মাষ্টার মশায় বলেছেন, ভালোভাবে পড়লে পাশ করবে। মাষ্টার মশায়ের কথা শুনলে—আমি ঐ মত পড়াশুনা করব।
শ্রীশ্রীবড়দা—শিক্ষক বললেন, এই প্রশ্নগুলো পড়বেই, পরীক্ষায় আসবে। কিন্তু তুই বিশ্বাস করতে পারলি না। তাই পড়লি না। ফলে ফলও তেমনতর ভাল পেলিনা। যদি বিশ্বাস করতিস, তবে ঠিক পড়তিস। কর্ম বিশ্বাসকে অনুসরণ করে কেমন করে? বিশ্বাস করলাম—মাস্টার মশাই ঠিক বলেছেন। তাই কর্মও তাঁর নির্দ্দেশ অনুযায়ী করলাম। যেমনতর বিশ্বাস করলাম, কর্মও তেমনতরই করলাম।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৪/৯/৭৪ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৯৬]