যে-ছাত্র বা শিষ্য …. হয়নি।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যে-ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন ক’রেছে, সে কখনই বিফল হয়নি।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

বাণীটি আলোচনার নির্দেশ পেলেন বিশ্বম্ভরদা (শীল)। তিনি পুনরায় পাঠ করে বললেন—আমরা যখন স্কুলে পড়ি তখন যদি শিক্ষকের আদেশ পালন করি তাহলে উন্নতি হবে। তেমনি গুরুর অনুশাসনবাদ যদি মেনে চলি—যে গুরুর আদেশ পালন করেছে—

শ্রীশ্রীপিতৃদেব—কে পালন করেছে? এতে বিশ্বম্ভরদা চুপ করে থাকেন। …….

এবার শ্রীশ্রীপিতৃদেব নিজেই বললেন—(বিশ্বম্ভরদাকে) তুই তো বললি, যে ছাত্র শিক্ষকের আদেশ পালন করে সে কখনই ফেল করে না, তেমনি যে শিষ্য গুরুর আদেশ পালন করে, গুরুকে মেনে চলে প্রাণপণে সে কখনও বিফল হয়নি। দীক্ষা নিলেই শিষ্য হয় না তো—গুরুর আদেশ পালন করতে হবে—তবেই তো শিষ্য।

বিশ্বম্ভরদা—আজ্ঞে।

[পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-২৬/৮/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৩৬]