জানাকেই বেদ … অখণ্ড।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

জানাকেই বেদ বলে, আর বেদ অখণ্ড।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্রীকন্ঠদা—যখন অনুভূতির দ্বারা কোন কিছু সম্পূর্ণ জানলাম—তখন সেইটা হচ্ছে বেদ।

অরুণদা—কাক সম্বন্ধে ননীদার কাছে শুনলাম—সাদা কাক আছে। সেই কি অখণ্ড?

প্রফুল্লদা—আমার কাছে যতটুকু প্রতিভাত হবে, ততটুকু আমার কাছে অখণ্ড।

শ্রীশ্রীবড়দা—এক ঘটী জল নিয়ে এলো, Taste করে দেখে ব’লল নোনা । এতে সমুদ্র সম্বন্ধে জ্ঞান না হ’লেও, জল সম্বন্ধে জ্ঞান হলো।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২১/৪/৭২]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৩১]