সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
তীক্ষ্ণ হও, কিন্তু স্থির হও—সমস্ত অনুভব ক’রতে পারবে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীবড়দা—তীক্ষ্ণ মানে কি?
গুরুকিঙ্করদা—Sharpness, ধারালো।
শ্রীশ্রীবড়দা—কাউকে বলে মোটা বুদ্ধি, কাউকে বলে তীক্ষ্ণ বুদ্ধি। মানে তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন যে, চট্ ক’রে সে বুঝতে পারে, সমাধানও দিতে পারে। খুব intelligent কিন্তু চঞ্চলতার জন্য হয়ত অনেক সময় অকাজ কুকাজ ক’রে ফেলে, তাই স্থির হ’তে হবে। ধ্যান করতে করতে concentration আসে বা স্থির হয়। তা’তে সে বুঝবার ক্ষমতা পায়—তার সাথে তীক্ষ্ণতা থাকলে সোনায় সোহাগা হয়। আবার, নাম করলেই ধ্যান এসে পড়ে। নাম itself ধ্যান। প্রথম প্রথম practice ক’রে নিতে হয়। এ জন্যই nurture দিতে হয়। Nurture মানে সঙ্গ করা। ভক্তের সঙ্গ ক’রে ইষ্টের গুণানুকীর্ত্তন শুনে যজন-যাজন ইষ্টভৃতির ভেতর দিয়ে nurtured হয়। এমন একটা সুন্দর ব্যবস্থা আর কোথাও নেই। কেউ যদি development চায়, তবে ক’রে দেখলেই পারে।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৯/১০/৭১ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৩১৮]