সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“তুমি ঠিক-ঠিক জেনো যে, তুমি তোমার, তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্ত্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীপিতৃদেব জয়ন্তী বিশ্বাসকে আলোচনা করার জন্য বললেন।
জয়ন্তী বাণীটি পড়ার পর কিছু না বলায় নীরোজাসুন্দরী সরকারকে আলোচনা করতে বললেন।
নীরোজা বলল—এখানে ঠাকুর বলছেন, আমি আমার নিজের জন্য এবং পরিবারের জন্য—
শ্রীশ্রীপিতৃদেব—সে তো লেখাই আছে। তার আগের বাণীটা কি আছে?
নীরোজা আগের বাণী পাঠ করল—“তুমি যদি সৎ হও, তোমার দেখাদেখি হাজার-হাজার লোক সৎ হ’য়ে পড়বে। আর, যদি অসৎ হও, তোমার দুর্দ্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না; কারণ তুমি অসৎ হ’য়ে তোমার চারিদিকই অসৎ ক’রে ফেলেছ।”
নীরোজা আরও বলল—আমি যদি অসৎ হই তাহলে আমার পরিবার, জগৎ অসৎ হয়ে পড়বে । আর যদি সৎ হই তাহলে সকলে সৎ হবে। সে জন্য ঠাকুর বলছেন—আমি আমার জন্য, পরিবার—দেশ ও দশের জন্য দায়ী।
[ পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-৬/৬/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৬১, ৬২]