তুমি বিষয়ে যতটুকু ….. হয়।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয়-সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

ধৃতিদীপি বক্সী—দাঁত মাজি কেন? মাজি তাই জানবার ইচ্ছা হল।

শ্রীশ্রীবড়দা—কেন?

ধৃতি—দাঁত ভাল রাখবার জন্য।

শ্ৰীশ্রীবড়দা—আর শরীর যাতে না খারাপ হয়। দাঁত মাজায় তুমি আসক্ত, তখন ভাবলে কি কি দিয়ে দাঁতকে ঠিকমত মাজা যায়।

ধৃতি—Paste যেটা ভালো সেটাই নিয়ে নিই।

শ্রীশ্রীবড়দা—এই সব জানবার জন্য যতটুকু পরামর্শ দরকার, যারা জানে তাদের কাছে শুনতে হয়। যতটুকু আসক্ত হলে ততটুকু জ্ঞান হলো। বক্সী তো বেশ বলেছে।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৬/৫/৭৬ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৯১]