তুমি যদি কোনও সত্য….. ক’রবে।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

তুমি যদি কোনও সত্য জেনে থাক আর তা’ যদি মঙ্গলপ্রদ ব’লে জান, প্রাণপণে তারই বিষয় বল এবং সব্বাইকে জানতে অনুরোধ কর ; বুঝতে পারলে সব্বাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ ক’রবে।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

প্রশ্ন—কিভাবে সত্যের অনুসরণ করব?

শ্রীশ্রীবড়দা—একজন বললেন, মাছ খাওয়া ভাল; তুমি যদি জান মাছ খাওয়া ভাল নয়—তবে বললে ‘না’।

পরমেশ্বরদা—সত্য ব’লতে গিয়ে চড় খেতে হ’তে পারে।

শ্রীশ্রীবড়দা—সে তো তা’ বলছে না।

শ্রীকন্ঠ—সত্য বলে যে যেটা জানে।

চক্রপাণিদা—সত্যের খাতিরে বলা আর এমনি বলা।

হরিপদ দাসদা—লোককে ব’লে বেড়াচ্ছি—দীক্ষা নিলে ভাল হয়।

গুরুকিংকরদা—আপনি জেনেছেন, ঠিক তাই বলছেন।

শ্রীশ্রীবড়দা—জেনে থাকলে, ঠিকমত তা’ বলবে। ‘দীক্ষা নাও’—এরকম উপদেশ দিতে কি ঠাকুর বলেছেন?

বসাওনদা—To do is to be, to be is to know.

শ্রীশ্রীবড়দা—বুঝতে পারলে, তোমাকে অনুসরণ করবে।

পরমেশ্বরদা—যা’ বুঝতে পারছেন—বলবেন।

গুরুকিংকরদা—আমি উপলব্ধি করছি—মাছ খেয়ে শরীর ভাল হয়, সে কথা বললাম। কিন্তু আমার কথা শুনে কেউ দেখল অস্তিত্ব বিঘ্নিত হ’চ্ছে—তখন conflict আসবেই। Truth (সত্য) জিনিসটা relative.

শ্রীশ্রীবড়দা—সত্য পালন ক’রতে হলেই, সেটা যেখানে মূর্ত্ত হয়েছে, অর্থাৎ ঠাকুরের ভেতর, তাঁর নির্দেশ মেনে চলতে হবে। এমনও হ’তে পারে—সিদ্ধ পুরুষ, তিনি মাছ খেতেন।

চক্রপাণিদা—বামা খ্যাপা তো শ্মশান থেকে মাংস কুড়িয়ে কুড়িয়ে খেতেন।

শ্রীশ্রীবড়দা—শুনলাম, মাছ খাওয়া ভাল কিন্তু এটা যে নিত্য সত্য বুঝব কেমন ক’রে? প্রকৃত সত্য—সর্ব্বজীবের সর্ব্বকালের জন্য ও সবার কল্যাণের জন্য—পশুপক্ষী, গাছ সবারই জন্য। সেই আপূরয়মান পুরুষোত্তমই—প্রকৃত সত্য। পুরুযোত্তম মানে—সর্ব্বপরিপূরণকারী, তা’ যে কোন subject-এ যাও। যতখানি জীব গ্রহণ করতে পারে—তার চরমে তিনি যেতে পারেন।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৩০/১১/৭৩ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৫৬]