সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“তোমার তুমি গেলেই অদৃষ্ট ফুরুলো, দর্শনও নাই, অদৃষ্টও নাই।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
বাণীটির আলোচনায় ঝর্ণা (কৃতিদেবতা চৌধুরী) বলল—তোমার তুমি গেলেই মানে—আমার আমি গেলেই। আর অদৃষ্ট মানে যা জানতে পারছি না, বুঝতে পারছি না—তাই অদৃষ্ট।
শ্রীশ্রীপিতৃদেব—কোনখানে গেলে কিছু জানতে পারছিস্? তুমি গেলেই মানে কি বল্?
—আমার যদি অহংকার থাকে—আমি কর্তা এই ভাব থাকে তাহলে অপরের কাছ থেকে কিছু জানতে পারব না।
শ্রীশ্রীপিতৃদেব—আমি কর্তা ভাবটা গেলে কি হবে? আমি কর্তা ফুরুলে কর্তাটা কে?
কৃতিদেবতার নিরুত্তরে তিনি বললেন—আমি কর্তা এই ভাব গেলে, কি থাকবে বলবি তো?—আমার অহংকার, আমি কর্তা এই ভাব থাকবে না—তাহলে কে কর্তা?—পরমপিতাই কর্তা । তাহলে কি হবে বল্।
—তাঁর ইচ্ছায় যা হবে তাই।
শ্রীশ্রীপিতৃদেব খুশী হয়ে বললেন—বাঃ বেশ ভাল বলেছে।
সকলেই সম্মতিসূচক সমর্থন জানালেন।
[ পিতৃদেবের চরণপ্রান্তে/ তাং-১৯/৬/৭৯ ইং ]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৭২]