সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“দান কর, কিন্তু দীন হ’য়ে প্রত্যাশা না রেখে। তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
তপোবিভূতি—আমি যদি দান করি তবে তা করবো নিঃস্বার্থভাবে। কোন আশা রাখব না যে আমি তার কাছে কিছু পাবো।
শ্রীশ্রীবড়দা—তাহলে দীন মানে?
—গরীব হয়ে।
শ্রীশ্রীবড়দা—আগে আমায় গরীব হতে হবে, তারপরে দান করতে হবে?
—নম্র হয়ে…
শ্রীশ্রীবড়দা—হ্যাঁ, অহংকার না রেখে। গরীব মানে অহংকার করবার কিছুই নেই, বিনয়ের সঙ্গে, তার দুঃখে দুঃখিত হয়ে। দয়ার দরজা কি? ‘দয়’ ধাতু থেকে দয়া, মানে—পালন, রক্ষা, হিংসা। আমি বিপদে পড়লে তোমার কাছে যদি যাই, তুমি পালন করলে, রক্ষা করলে। তুমি পালন করলে আমার দুঃখ দুর্দশাকে হিংসা করে। ঠাকুরের বাণীগুলো মুখস্থ করে চরিত্রগত করতে হয়। কাউকে দান করে কখনও বলতে হয় না—এই এত দিলাম। প্রত্যাশা না রেখে দান করলে তোমার মনে দয়ার দরজা খুলে যাবে।
[‘যামিনীকান্ত রায় চৌধুরীর দিনলিপি/তাং-২৩/৪/৭৬ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৬৮]