সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
নিজহাতে গুরুসেবা ক’রলে অহঙ্কার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
বাণীটি আলোচনা করতে গিয়ে ভাস্বতী চ্যাটার্জী বলল—ঠাকুর বলছেন, নিজের হাতে গুরুর সেবা করলে অহঙ্কার থাকে না। আমি যখন গুরুকে কোন কিছু দেবো তা অন্যের হাতে না পাঠিয়ে নিজে গিয়ে দেবো।
শ্রীশ্রীপিতৃদেব—আমি যদি কলকাতায় থাকি? নিরুত্তর দেখে বললেন—যতদুর সম্ভব চেষ্টা করব নিজের হাতে দেওয়া। আমাদের তেমন প্রথাই আছে—সব নিজের হাতে দেওয়া, করা। এতে অভিমান দূর হয়।
[পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-৩১/৮/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৪২]
[গুরু বিষয়ক সত্যানুসরণের অন্যান্য বাণী দেখুন]