সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“নিজের জন্য যা’ই করা যায় তাই সকাম; আর, অন্যের জন্য যা’ করা যায় তাই নিষ্কাম। কারো জন্য কিছু না-চাওয়াকেই নিষ্কাম বলে—শুধু তা’ নয়কো ।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীপিতৃদেব—উমা বল্।
বাণীটি পড়ে উমা কিছু বলছে না। তাই শ্রীশ্রীপিতৃদেব বললেন—আবার পড়্।
উমা আবার পড়ল। তখন শ্রীশ্রীপিতৃদেব বললেন—’নিজের জন্য যা’ই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা’ করা যায় তা’ই নিষ্কাম’এইটুকু আলোচনা কর্।
উমা তখনও কিছু না বলায় পিতৃদেব তখন বললেন—শৌর্য (দাস) বল্।
শৌর্যও বাণীটি পড়ে কিছু বলে না। দেরী হচ্ছে দেখে বললেন—এইটুকু ( শান্তদীপাকে) বল্।
শান্তদীপা (রায়চৌধুরী)—আমি ভাল খাব, ভাল পরব, এগুলো সকাম।
শ্রীশ্রীপিতৃদেব—নিজের জন্য আমরা করি না সকাল থেকে? সকাল থেকে সারাদিন তো আমরা নিজের জন্য করি। পরিবেশ বা পারিপার্ষিকের দিকে নজরই নাই, অপরকে চুষে খেতে চাই। এ গুলো হচ্ছে সকাম। এখানে দু-একজন নিষ্কাম আছে কি নাই তার ঠিক কি! সব স্বার্থপূর্ণ। আর অন্যের জন্যে কি?—যেমন ভাবলি, একটা লোক ক্ষুধার্ত বলে মনে হল। বললি—তোমার ক্ষিদে পেয়েছে নাকি? তাকে খাবার দিলি, কাপড় দিলি। কিন্তু এর মধ্যে কোন স্বার্থ নাই। এগুলো কি বল্?
—এগুলো নিষ্কাম।
শ্রীশ্রীপিতৃদেব—আর কারো জন্য কিছু চাইলামও না, করলামও না—এগুলো নিষ্কাম নয়। অন্যের জন্য যা করা হবে, তাতে কিন্তু স্বার্থ থাকবে না। তা থাকলে নিজের জন্যই করা হবে।
[পিতৃদেবের চরণপ্রান্তে/তাং৮/৬/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৬৩]