সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“নিজের দোষ জেনেও যদি তুমি তা’ ত্যাগ ক’রতে না পার, তবে কোনও মতেই তা’র সমর্থন ক’রে অন্যের সর্ব্বনাশ ক’রো না।“
সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
শ্রীশ্রীপিতৃদেবের নির্দেশে কৃতিদীপা বাগচি আলোচনা করতে গিয়ে বাণীটি আর একবার পাঠ করে বলল—নিজের দোষ জেনেও সেটা যদি ত্যাগ করতে না পারি—
শ্রীশ্রীপিতৃদেব সায় দিয়ে বললেন— হ্যাঁ, সেটা কি রকম?
কৃতিদীপা আর কিছু না বলায় তিনি নিজে বলে দিলেন—যেমন, বেশি খাস্, দাঁত পরিষ্কার করিস না—এগুলো তো দোষ। আবার যেমন, তুই হয়তো বললি—পান, দোক্তা খাওয়া ভাল, দাঁত ভাল হয়, হজম ভাল হয়। তখন এ (পাশের জন) শুনল, বুঝল। ও তা স্বীকার করে নিল। ওতে কি হল?—ওর খারাপ হল। অথচ তুই ভালভাবেই জানিস—পান-দোক্তা খাওয়া খারাপ। তুই ছাড়তে পারিস না—আবার তার সমর্থনও করলি। ঠাকুর বলেছেন—এটা খারাপ। এ-রকম আমরা কখনও করব না।
কৃতিদীপা—আজ্ঞে।
[ পিতৃদেবের চরণপ্রান্তে/ তাং-৪/৬/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৬১]