নির্ভর কর, কখনও ভয় পাবে না। – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

নির্ভর কর, কখনও ভয় পাবে না।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

ছেলেদের আলোচনায় রামগোপাল সাহাকে আলোচনা করার জন্য বললেন। রামগোপাল পুনরায় পাঠ করে বলল—আমি যদি ইষ্টের উপর নির্ভর করি তাহলে ভয় পাব না।

শ্রীশ্রীপিতৃদেব—কেন? নির্ভর মানে কি? ভয় পাব না কেন?

—নির্ভর করা মানে নিঃশেষে ভর করা।

শ্রীশ্রীপিতৃদেব—নিঃশেষে ভর করা মানে কি?

অভিধান দেখে নির্ভর করার অর্থ বললেন—ভৃ ধাতু মানে—পোষণ, ধারণ, অর্জন। পোষণ মানে কি? অর্থাৎ ইস্টকে নিঃশেষে সবটুকু দিয়ে ভরণ করলে ভয় থাকবে না অন্তরে । সব সময় তাঁকে নিয়ে ব্যস্ত থাকা। পরমপিতার শক্তি অসীম। ইষ্ট তো তাই। তাঁকে ভরণ-পোষণ করতে হয়, তাহলে ভয় থাকে না।

[পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-১০/৮/৭৯ ইং]