সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“পরমপিতার দিকে তাকিয়ে কাজ ক’রে যাও। তাঁর ইচ্ছাই অদৃষ্ট; তা’ ছাড়া আর-একটা অদৃষ্ট-ফদৃষ্ট বানিয়ে বেকুব হ’য়ে ব’সে থেকো না। অনেক লোক অদৃষ্টে নেই ব’লে হাল ছেড়ে দিয়ে ব’সে থাকে, অথচ নির্ভরতাও নেই, শেষে সারা জীবন দুর্দশায় কাটায়, ও-সব আহাম্মকী।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
আজ মেয়েদের আলোচনায় চন্দ্রলেখা (প্রধান) বাণীটি পুনরায় পাঠ করে বলল—ঠাকুর বলছেন—তাঁর দিকে তাকিয়ে—বাণীটির আলোচনা ঠিক পথে হচ্ছে না বুঝে শ্রীশ্রীপিতৃদেব চন্দ্রলেখার কথা টেনে বললেন—তাঁর দিকে চেয়ে কাজ করে যাও মানে কি?— তুই তরকারি কুটছিস্, হাত কেটে যাবে তো! আমার কথা হচ্ছে তাকায়ে কি ভাবে কাজ করব? তাঁর দিকে লক্ষ্য করে চলা মানে তাঁর জন্যই করা। লোকে বলে না—আমার তো কেউ নাই, এক ছেলে—বংশের পলতে। তেমনি তাঁর জন্যই করি—পরমপিতার জন্যই সব, আমার আর কে আছে! তিনিই সব। তাঁর দিকে নজর করে কাজ করে যাও, পরমপিতার দিকে নজর করে গেলে সব হয়ে যায়। —তাই না? (উপস্থিত জনদের প্রতি)।
—আজ্ঞে।
[ পিতৃদেবের চরণপ্রান্তে/ তাং-১৮/৬/৭৯ ইং ]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৭২]