পেতে হ’লেই—তা’…আছে? – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

পেতে হ’লেই—তা’ যা’ই হোক, শুনতে হবে তা’ কি ক’রে পাওয়া যায়—আর, ঠিক-ঠিক তা’ ক’রতে হবে—না ক’রে পাওয়ার জন্য উদ্‌গ্রীব হওয়ার চেয়ে বোকামি আর কী আছে?

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্যামল সামন্ত বাণীটি আলোচনা করতে গিয়ে বললেন—আমি যদি কিছু পেতে চাই তাহলে শুনতে হবে কি করে তা পাওয়া যায়আর ঠিক-ঠিক তা করতে হবে।

হরিপদদা (দাস) প্রশ্ন করলেন—শুনব কার কাছে?

শ্যামলদা—যিনি জানেন তার কাছে। আর তিনি যা যা বলবেন, তাই করতে হবে, তিনি যা বলবেন তা করব না—অথচ পাওয়ার জন্য উদগ্রীব হলে সেটা বোকামি ছাড়া কিছু হবে না।

[পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-২৩/৪/৮০ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৩০২]