সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
প্রেমকে প্রার্থনা কর, আর হিংসাকে দূরে পরিহার কর, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
আলোচনা চলছে—
অমিয়—ভক্তির গাঢ়ত্বই প্রেম; প্রেমকে প্রার্থনা করতে হবে।
শ্রীশ্রীবড়দা—কিভাবে?
অমিয়—মন প্রাণ দিয়ে।
শ্রীশ্রীবড়দা—কা’কে?
অমিয়—ইষ্টকে।
শ্রীশ্রীবড়দা—কেমন ক’রে প্রার্থনা করতে হবে?
গুরুকিংকরদা—ঠিক মত বুঝিয়ে দিতে হবে।
শ্রীশ্রীবড়দা—ইষ্টের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করতে হবে—হে প্রভু! আমাকে প্রেম দাও। অন্যের ক্ষতি যা’তে না হয় তাই করতে হবে। সদ্গুরুর ভেতরে যে প্রেম আছে তাই তোমার ভেতর আসবে। জগৎ তোমাকে ভালবাসবে।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৭/১/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৭৮]