সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
বিরক্ত হওয়া মানেই বিক্ষিপ্ত হওয়া।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীবড়দা—বিরক্ত মানে অনুরক্ত থেকে বিচ্যুত। বিচ্যুত মানে, বিয়োগ হওয়া। ধ্যান করার সময় বিক্ষেপ আসেই। ধর, অঙ্ক কষছি, কে ফ্যাচ ফ্যাচ্ করছে। আমি বললাম—এই যাঃ এখান থেকে।
সতীশদা—বিরক্তি মানে মনের একটা চঞ্চলতা আসা।
ননীদা—এমন একটা মানসিক শান্তি আসল, যা’ বিরক্তি উৎপাদন করে না।
শ্রীশ্রীবড়দা—বিরক্ত হয় কে? মন। তা’ হ’লে মনই বিক্ষিপ্ত হয়।
দুর্গেশদা—Scattered.
শ্রীশ্রীবড়দা—ক্ষিপ্ত = ক্ষেপা। বিচ্যুত মানে অসংলগ্ন হওয়া। কোন কাজ করছ। ধর, অঙ্ক করছ; অন্য একজন কথা বলছে। তুমি ক্ষিপ্ত হ’য়ে উঠলে। ক্ষিপ্ত হওয়া মানে বিরক্ত হওয়া; মনের স্থিরতা থাকবে না, অনুরক্ত কথাটার উল্টো।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৩/১/৭৩]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৩১৮]