সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
বিশ্বাসীকে অনুসরণ কর, ভালবাস, তোমারও বিশ্বাস আসবে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
রজকেশ মুখার্জ্জী—ঠাকুর বলছেন। বিশ্বাসীকে অনুসরণ কর …….
শ্রীশ্রীবড়দা—কাকে?
—আমাকে।
শ্রীশ্রীবড়দা—কি বিশ্বাস?
—কেউ কাজ ভাগ ক’রে দিল, আমিও সেই মত করলাম।
দীপব্রত—আমার ভালমত বিশ্বাস আছে।
শ্রীশ্রীবড়দা—বিশ্বাস আছে কেন?
দীপব্রত—আমি তাকে বই আনতে বলেছিলাম, সে এনে দিয়েছে। তা’তে আমার বিশ্বাস এসেছে।
শ্রীশ্রীবড়দা—ঠিক, ঐ রকম কথায় কাজে মিল দেখে বিশ্বাস এসে গেল। তাহ’লে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে—যে লোকটার কথায় কাজে মিল আছে, তাই দেখে তাকে ভালবাসিস্। অনেকে আছে যা’ বলে তাই করে। আর, বিপদে-আপদে সাহায্য করে। তার বিশ্বাস কিসের উপর?
দীপব্রত—তার বিশ্বাস ভগবানকে।
শ্রীশ্রীবড়দা—ভগবানকে না ঈশ্বরকে? যে ঈশ্বরকে বা ইষ্টকে মানে, সে তাঁর অনুশাসনবাদ মানে, তার ইষ্ট সবাইকে ভালবাসেন, তাই সেও সকলকে ভালবাসে, সকলের জন্য করে; সে হ’য়ে ওঠে বিশ্বাসী মানুষ। সেই মানুষকে যে অনুসরণ করে সেও হ’য়ে ওঠে বিশ্বাসী।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৪/১০/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২০৬]