সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হ’লেই সন্দেহ আসে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
আলোচনা শুরু করলেন হরিপদদা (দাস)—কাঁচা বিশ্বাস আর পাকা বিশ্বাস—এই দু’রকমের বিশ্বাস আছে। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হতে পারে।
শ্ৰীশ্রীপিতৃদেব সম্মতি জানালেন। বললেন—বিশ্বাস ওভাবে আক্রান্ত হলে বুঝতে হবে ওটা কাঁচা বিশ্বাস। হরিনাম করার জন্য হরিদাসের উপর কত অত্যাচার হ’ল। কিন্তু হরিদাস ইষ্টভাবে তন্ময়। কিছুতেই ভাবান্তর ঘটেনি। বিশ্বাসে অচল, অটল। পাকা বিশ্বাসের প্রকৃষ্ট উদাহরণ।
পরমেশ্বরদা (পাল) বললেন—বিশ্বাস দু’ভাবে আক্রান্ত হতে পারে। (১) ভিতর থেকে, (২) বাহির থেকে।
শ্ৰীশ্রীপিতৃদেব—যেমন ঠাকুরের কাছে থাকি। ঠাকুরকে ভগবান মনে করি। ঠাকুর সবাইকে ভালবাসেন। একদিন দেখি ঠাকুর শ্রীকন্ঠকে কাপড় দিচ্ছেন। অথচ কাছেই একজন ছেঁড়া কাপড় পরে আছে। কিন্তু ঠাকুর তাকে কাপড় দিচ্ছেন না। তখন তোমার বিশ্বাস আক্রান্ত হতে পারে। তুমি ভাবলে ঠাকুর সবাইকে ভালবাসেন না। আমরা হনুমানের মত সেবক হতে চাই। হনুমান কখনও শ্রীরামচন্দ্রের উপর কখনও কোনরূপ সন্দেহ প্রকাশ করেননি। হনুমান শিষ্যের প্রকৃত আদর্শ। নিজের মন যত পরিস্কার হবে, তত আদর্শের reflection স্পষ্ট হবে।
আমরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন রকমের impulse পেয়ে থাকি। কিন্তু কিভাবে তা গ্রহণ করব তা আমার ‘পর নির্ভর করে। আমাদের ভেতরে যে ভাব থাকে আমরা তার অনুকূল ভাবই গ্রহণ করে থাকি।
[ইষ্ট-প্রসঙ্গে/তাং-২৯/৯/৭৪ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২০৭ – ২০৮]