সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“ভক্ত মানে কি আহাম্মক? —বরং বিনীত-অহংযুক্ত জ্ঞানী।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীবড়দা—ভক্ত মানে কি আহাম্মক?—একথা বলা হ’ল কেন? ‘ভজ’ ধাতু থেকে পাওয়া যায়—ভক্তি, অনুরাগ, সেবা, আশ্রয়, প্রাপ্তি। ভক্তি মানে তাঁকে আশ্রয় ক’রে তাঁর সেবা করতে হবে। ঐগুলি করলে ভক্তি আসবে। নিষ্ঠাসহকারে বা আন্তরিকতার সঙ্গে করলে বিনীত অহংযুক্ত জ্ঞান আসবে। তা’ না হ’লে জানতে হবে মূলে ভক্তিই নেই। ইস্টের ভজনা যদি করি তবে তাঁর গুণগুলি আমার মধ্যে আসবে—ঐ বিনীত অহংযুক্ত জ্ঞান। মহামূর্খ কালিদাস দেখলেন, জলের কলসী রাখতে রাখতে পাথর ক্ষয়ে গেছে। এই দেখে তাঁর বিশ্বাস হ’ল যে অসম্ভব সম্ভব হয়। তখন একাগ্রচিত্তে মা সরস্বতীর ভজনা করতে থাকলেন। তাঁর কৃপায় মহাকবি হলেন।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৬/৬/৭৭ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৫৭]