সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
ভুলেও নিজেকে প্রচার ক’রতে যেও না বা নিজেকে প্রচার ক’রতে কাউকে অনুরোধ ক’রোঁ না—তা’ হ’লে সবাই তোমাকে ঘৃণা ক’রবে আর তোমাকে হ’তে দূরে স’রে যাবে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
জিতেন দলুইদা—নিজেকে প্রচার করা বলতে …….
শ্রীশ্রীবড়দা (রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পদগুলি বললেন)
“আমার মাথা নত ক’রে দাও হে তোমার
চরণ ধুলার তলে,
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
নিজেরে করিতে গৌরবদান,
নিজেরে কেবলই করি অপমান …”
নিজের যত প্রচার করা যায় তত নিজেকে অপমান করা হয়।
লালদা—অনেক সাজা সাধু আছে, যার চেলারা লোক ধরে নিয়ে আসে। শেষে বখরা নিয়ে ঝামেলা।
পরমেশ্বরদা—নিজের চরিত্রে যদি কারও ভাল হয়, তাহলে প্রচার করব কি না।
শ্রীশ্রীবড়দা—বলা আছে, যদি লোকের কল্যাণ হয় তবে প্রয়োজনে নিজের কথা বলা যায়। তবে সেটা যত কম বলা হয়, ততই ভাল।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৯/১১/৭৩ ইং ]