সব মতই সাধনা …. উপর।- ব্যাখ্যা

সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা’ নানাপ্রকারে হ’তে পারে; আর, যতটুকু বিস্তারে যা’ হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম্ম অনুভূতির উপর।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

অরুণ (দত্তজোয়ারদার)দা—মতটা কি?

শ্রীশ্রীবড়দা—যেমন কেউ শান্ত, কেউ বাৎসল্য, কেউ দাস্য ভাব নিয়ে আরাধনা করে। তুমি যে ভাবেই থাক, আসল কথা অনুরাগ; ঐটে থাকলেই হ’ল।

অরুণদা—মত সম্বন্ধে বোঝা যাচ্ছে। ধর্ম্ম অনুভূতির উপর কেমন করে?

শ্রীশ্রীবড়দা—অনুভূতি মানে করার পরে হওয়া। যে যাই করছে, করার পর তার অনুভূতি হ’চ্ছে। যার যার মতো ক’রে অস্তিত্ব আছে সবারই। অস্তিত্ব থাকলে পরে বাড়ার প্রশ্ন আসছে।

[যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২০/৫/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৪৫]

[ধর্ম্ম নিয়ে সত্যানুসরণের ১৫, ১৬ পৃষ্ঠার বাণী ব্যাখ্যসহ পড়ুন।]