সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হ’য়ে থাক, তবে অন্যের জন্য চেষ্টা কর।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীবড়দা—রসগোল্লা খেলাম, ভাল লাগল। রসগোল্লা খেয়ে স্বাদ জানা গেছে। তাই তোমাকে বললাম—রসগোল্লা খাও। সন্তুষ্ট মানে খুশি হওয়া। সন্তুষ্ট না হলে বলা যায় না। নেতারহাট গেলাম—যেটুকু জানা হ’ল, দেখা হল, তাই বললাম।
বসাওনদা—পরিবেশকে সন্তুষ্ট না করলে তারাই গলা টিপে ধরবে।
শ্রীশ্রীবড়দা—প্রকৃতিই টিপে ধরবে। প্রকৃতির দ্বারা পীড়িত হতে হতে সে isolated হয়ে যাবে। মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু প্রকৃতি করবে না।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৭/১০/৭৩ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৮৬]