যদি পাপ …পাবে। – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যদি পাপ ক’রে থাক, কাতরকণ্ঠে তা’ প্রকাশ কর, শীঘ্রই সান্ত্বনা পাবে।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

অশোক বিশ্বাস আলোচনার নির্দেশ পেয়ে পুনরায় বাণীটি পাঠ করে বলল—আমি যদি পাপ করে থাকি, আর ঠাকুরের কাছে তা প্রকাশ করি, তাহলে শীঘ্রই সান্ত্বনা পাব।

শ্রীশ্রীপিতৃদেব সমুখের দাদাদের লক্ষ্য করে বললেন—কি রে, হয়েছে?

হরিপদদা (দোস)—যা লেখা আছে তাই বলল।

শ্রীশ্রীপিতৃদেব—আর কি করবে, বৃষ্টি বাদল!—আর কে পড়েছে?

সুনীলদা (বিশ্বাস)—অমল (চক্রবর্তী)।

শ্রীশ্রীপিতৃদেব (অমলকে)—পাপ কাকে বলে?

—যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ। যা’ জীবনবৃদ্ধির অন্তরায়।

—শ্রীশ্রীপিতৃদেব—হ্যাঁ, যে কর্ম্ম জীবনবৃদ্ধির অন্তরায়—যেমন চুরি করা। চুরি করলে গুরুজনের কাছে কাতরকণ্ঠে প্রকাশ করব।—“আর কোনদিন করব না, লোভ সামলাতে পারিনি, করে ফেলেছি।”—তাহলে শান্তি পাব।

[পিতৃদেবের চরণপ্রান্তে/ তারিখ-১/১০/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৬৬]