যদি ভুল ব’লে থাক, … ক’রো না।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যদি ভুল ব’লে থাক, সাবধান হও! ভুল ক’রো না।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

আলোচনায় ধৃতিবল্লভ শিকদার পুনরায় বাণীটি পাঠ করে বলল—যদি ভুল হয়ে থাকে—

শ্রীশ্রীপিতৃদেব—হ্যাঁ, সংসারে নানারকম ব্যাপারের মধ্যে, ঝামেলার মধ্যে যদি ভুল হয়ে থাকে। একটা উদাহরণ দে।

—কেউ হয়তো চুরি করল, আমি তাকে না বলে অন্য কাউকে বললাম।

শ্রীশ্রীপিতৃদেব—সেটা হয় নাকি? যে চুরি করেছে তাকে না বলে অন্যকে বলি সাবধান হতে? —’সম্পূর্ণ’—বানান বল্‌।

ধৃতিবল্লভ—স-ম্পু-র্ণ বলল।

এবার শ্রীশ্রীপিতৃদেব কৃতিদেবতাকে (চৌধুরী) ঐ বানানটিই বলতে বলায় সে বলল— স ম্পূ র্ণ।

শ্রীশ্রীপিতৃদেব—কোনটা ঠিক?

সকলের উত্তর—দ্বিতীয়টা ঠিক।

শ্রীশ্রীপিতৃদেব (ধৃতিবল্লভকে) ভুল বললে তো, এবার সাবধান হও, ভুল করো না।

—লেখার সময় ভুল করব না।

শ্রীশ্রীপিতৃদেব—কি লিখবি?

—সম্পূর্ণ।

এরপরও সত্যানুসরণের বাণীটির আলোচনায় শ্রীশ্রীপিতৃদেব বললেন—একজন বলল, দাদা দেওঘর টাউন কোনদিকে? তুই উল্টোদিকে রোহিনী রোড বললি। ভুল বলা হল, এটা সংশোধন করতে হবে।

[ পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-২৩/৭/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১০০]