যা’ই কেন কর না…… তাই জ্ঞান।

সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যা’ই কেন কর না, তা’র ভিতর সত্য দেখতে চেষ্টা কর। সত্য দেখা মানেই তাকে আগাগোড় জানা; আর, তা’ই জ্ঞান।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

আজ মেয়েদের আলোচনার দিন। শ্রীশ্রীপিতৃদেব বেণুকে (সাহা) আলোচনার জন্য বললেন। বেণু আর একবার পাঠ করে বলে—সত্য মানে ইষ্ট । আমি যদি ঠাকুরকে জানতে চাই—

আলোচনা ঠিক হচ্ছে না বুঝে শ্রীশ্রীপিতৃদেব বেণুকে বলছেন, ‘যা’ই কেন কর না’—ঠাকুর নাকি? ‘যাই কেন’ বল্‌। সাধারণভাবে বল্‌, তলায়-টলায় পরে বলবি। ধর্‌, একখান বই পড়ছিস্‌। বই কার লেখা, কোনখান থেকে ছেপেছে। যেমন ‘সত্যানুসরণ’ পড়ছিস। সত্যানুসরণ কার লেখা—কেন লেখা—সব যখন দেখলি ভাল করে তখন সত্যানুসরণ বইটা সম্পর্কে একটু জ্ঞান হল, বাণীটা সম্পর্কে হল না। সাধারণভাবে তো বলতে পারিস। আলোচনা এখানেই শেষ হল।

[ পিতৃদেবের চরণপ্রান্তে/তাং- ২/৬/৭৯ ইং ]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৬০]

[জ্ঞান অর্জন নিয়ে সত্যানুসরণের বাণী (ব্যাখ্যাসহ) পড়ুন]