যার উপর বিষয়ের ….. নাই।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধৰ্ম্ম ; যতক্ষণ তা’ জানা যায় নাই, ততক্ষণ বিষয়কে ঠিক-ঠিক জানা হয় নাই।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

ঋকু—বিষয়টা যার উপর দাঁড়িয়ে আছে তা-ই তার ধর্ম।

শ্রীশ্রীপিতৃদেব—উদাহরণ দিয়ে বল।

ঋকু—যেমন একটা বই; বইটা কিভাবে তৈরি, কি কাগজ দিয়ে তৈরি, সেই কাগজ কিভাবে তৈরি হয়, কি-কি জিনিস থাকে, সেইসব জিনিস কোত্থেকে পাওয়া যায়, ছাপা কোথায় হয়, কালি কিভাবে তৈরি হয়, কি-কি জিনিস দিয়ে কালি তৈরি হয়,—এই সমস্ত বিস্তারিত জানলে বই-এর ধর্ম সম্বন্ধে বোধ হয়।

শ্রীশ্রীপিতৃদেব—বই-এর কাগজ-এর উপাদান কি-কি? সেই সামগ্রীগুলো কোথায় পাওয়া যায়—এমনি করে আমরা ভাবতে- ভাবতে ঈশ্বরে পৌঁছাই—যিনি সৃষ্টিকর্তা। এইভাবে ঠিক-ঠিক জানতে হলে সব জানতে হবে। জানতে-জানতে একেবারে গোড়ায় পৌঁছে যাই, যিনি সবকিছুর মূলে।

[ইষ্ট-প্রসঙ্গে/তাং-৩০/৫/৭৬ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৯৪]