সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহচিত্তে তাঁরই অনুসরণ কর, মঙ্গলের অধিকারী হবেই হবে।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
বাণীটি রামগোপাল সাহা আলোচনা করার নির্দেশ পেয়ে পুনরায় পাঠ করল, কিন্তু চুপ থাকায় শ্রীশ্রীপিতৃদেব বলে দিলেন —প্রেম হয় কখন? যখন সবাইকে ভালবাসে। যিনি সবাইকে ভালবাসেন তিনিই প্রেমের অধিকারী। আর তিনি ইষ্ট। তাই ইস্টকে যে মন-প্রাণ দিয়ে ভালবাসে—সেই সবাইকে ভালবাসে। ঠাকুর বলছেন—তাঁর অনুসরণ কর। তাতে কি হবে? মঙ্গলের অধিকারী হবে। কে হবে? যে অনুসরণকারী, যে অনুসরণ করছে।
[পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-৯/৯/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৪৫]