যে-পরিমাণে দুঃখের ….. প’ড়বে।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যে-পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হ’য়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্ব্বলতাগ্রস্ত হ’য়ে প’ড়বে।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

স্বপ্না—আমার মা একটা pen কিনে দিয়েছে, সেটা হারিয়ে গেছে বলে মা মারতে পারে। সেজন্য ভয় আসবে।

শ্রীশ্রীবড়দা—ভয় এল কেন? যদি মা মারে?

স্বপ্না—তখন ভয় আসছে কি হবে, কি হবে।

শ্রীশ্রীবড়দা—Penটা হারাবার জন্য যতটা না দুঃখ হলো। মায়ের ভয়ে মন বিষাদময় হয়ে উঠেছে তার চেয়ে বেশী। দুর্ব্বলতা বোঝা যাবে কি করে? ভয় এলেই মানুষ দুর্বল হয়।—একটা বাড়িতে দেখা যায়—একজন মারা গেল। সবাই কি সমান ভাবে অভিভূত হয়? তা না—যে পরিমাণে যে দুঃখ পায় সেই পরিমাণে অভিভূত হয়, ভয় পায়।

আবার, একজনের পা ভেঙ্গে গেল—ডাক্তারখানায় একজন নিয়ে গেল। ওষুধপত্র দিল। আবার পা-ও চটা দিয়ে বেঁধে দিল—অভিভূত হ’লো না, ভয়-দুৰ্ব্বলতা থাকল না। অভিভূত হ’লে—যা যা করণীয় তা করতে বিলম্ব হ’ল। সবল যারা, তারা তা ক’রতে দ্বিধা করল না, তার মানে—অভিভূত হ’ল না।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১৩/৭/৭৭ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৮৭]

Loading