যে-সাধনা ক’রলে হৃদয়ে…না। – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যে-সাধনা ক’রলে হৃদয়ে প্রেম আসে, তাই কর; আর, যাতে ক্রুরতা, কঠোরতা, হিংসা আসে, তা’ আপাততঃ লাভজনক হ’লেও তার কাছে যেও না।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

আলোচনায় তপোবিভূতি চৌধুরী বলল—যে সাধনা করলে প্রেম আসে—

শ্রীশ্রীপিতৃদেব—প্রেম মানে কি বল্‌? জোরে বল্‌, সবাই শুনবে তো!

—সাধুকে ভালবাসলে, ভক্তি করলে—করতে-করতে যখন পেকে যায় তখন প্রেম হয়।

শ্রীশ্রীপিতৃদেব—তাহলে তাই করতে বলছেন—সেটা বল্‌।

— আজ্ঞে।

শ্রীশ্রীপিতৃদেব—তারপর কি আছে? মিনতি বল্‌।

মিনতি—আর যাতে ক্রুরতা, কঠোরতা, হিংসা আসে, তা আপাতত লাভজনক হলেও—

শ্রীশ্রীপিতৃদেব—সেটা কি? কি হতে পারে? যে সাধনা করলে হিংসা আসে—সেটা কি রকম সাধনা? এমন সাধনা আছে নাকি যাতে হিংসা আসে?

মিনতি—খারাপ সাধনা।

শ্রীশ্রীপিতৃদেব—পশুবলি, পাঠাবলি দেয়। আপাতত লাভজনক মানে কি? খাওয়া যায়—কিন্তু তাতে কঠোরতা, হিংসা আসে—তাই বলছেন তার কাছে যেও না।

[পিতৃদেবের চরণপ্রান্তে/ তাং-৩/৮/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১১২]