সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা কর, এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ কর। বই প’ড়ে বই হ’য়ে যেও না, তার essence (সার)-কে মজ্জাগত ক’রতে চেষ্টা কর। Pull the husk to draw the seed. (তুষটা ফেলে শস্যটা নিতে হয়)।“
সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
বাণীটি বিভিন্ন ভাষায় পাঠের পর স্বপ্না (চৌধুরী) আলোচনা করার নির্দেশ পেল।
ও আর একবার বাণীটি পাঠ করে বলল—সত্যদর্শী মানে সত্যকে যিনি দেখেছেন। তিনি সদগুরু। তাঁর আশ্রয় নিতে হবে।
শ্রীশ্রীপিতৃদেব—আশ্রয় নেওয়া মানে কি?
স্বপ্না—তার সঙ্গ করতে হবে।
শ্রীশ্রীপিতৃদেব—সঙ্গ করলে আশ্রয় নেওয়া হয় নাকি? আগে তো আশ্রয় নিতে হবে। আশ্রয় নিতে হবে মানে তার কাছে দীক্ষা নিতে হবে, তার অনুশাসনবাদকে স্বাধীনভাবে চিন্তা করতে হবে এবং চিন্তা করে যা বুঝলাম সেটা প্রকাশ করব বিনয়ের সাথে অর্থাৎ যাজন করতে হবে। তাঁর সঙ্গ করতে হয় —বইগুলি পড়তে হয়—Pull the husk to draw the seed. খোসাটা ফেলে শস্যটা নিতে হবে।
[ পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-৩১/৫/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৫৯]