সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসই অজ্ঞানতার আশ্রয়।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
তপন—সন্দেহ মানে বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত। বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলাম মানে, ঠাকুরের উপর অবিশ্বাস এল, তখন তাঁর ভেতর যে জ্ঞান—তা আর বলতে পারলাম না।
শ্রীশ্রীবড়দা—জ্ঞান ছিল, এখন অজ্ঞান হয়ে গেলি?
তপন—আমার যখন অবিশ্বাস এল তখন বলতে চাইছি না—তাঁর ভেতর জ্ঞান কতখানি।
শ্রীশ্রীবড়দা—ঠাকুরকে নিয়ে টানাটানি করছিস্ কেন? সাধারণ কথা বল। চণ্ডীদাস, বিল্বমঙ্গল এদের কিছু হয়নি? মা বাবাকে ভালবাসলে কিছু হয় না? আমি পণ্ডিতের কাছে শুনলাম দেওঘরের রাস্তা অনেক বড়। তক্ষুণি হরিপদ এসে বললে—না, না, ওঃ এত রোদ, অতদূরে যাবেন কেন? শেষে গেলাম না। তাই রাস্তা সম্বন্ধে কোন জ্ঞান হল না। ইষ্টের প্রতি অবিশ্বাস আসে ঐ রকম।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৭/১১/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৩৪]