সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা’ নিরাকরণের চেষ্টা কর, আর সৎ-চিন্তায় নিমগ্ন হও—জ্ঞানের অধিকারী হবে, আর আনন্দ পাবে।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
গীতা সাহা—কোন বিষয়ে আমি জানতে পারছি না, মানে তা’তে আমার অবিশ্বাস আছে। সেই অবিশ্বাস আমি দূর করে দেবার চেষ্টা করবো। আর ইষ্ট-চিন্তায় নিমগ্ন থাকবো।
জিতেন দলুইদা—সন্দেহটা কিসের উপর?
গীতা সাহা—বিশ্বাস আক্ৰান্ত হলে সন্দেহ আসে।
শ্রীশ্রীবড়দা—তারপরে কি করবে। আমি তাঁকে বিশ্বাস করি। তাঁর অনুশাসনবাদ মেনে চলি। ঊষানিশায় মন্ত্রসাধন করি। এতে আমার মঙ্গল হয়। কিন্তু আমি চলতে পারবো কি পারবো না, ভেবে আমার কি হবে? পারবোই, এইভাব নিজের মধ্যে আনতে হবে। আর, তাঁর অনুশাসনবাদ অকপটভাবে মানতে হবে। এভাবে যত চলবো, তত মন ইষ্টময় হয়ে উঠবে, সন্দেহ দূরে যাবে। মন আনন্দময় হয়ে উঠবে।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৮/১১/৭৯ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৩৫]